শুক্রবার

0
100

মো. হাসিবুল হাসান 

সকাল সকাল চুকিয়ে পাঠ
ব্যাট আর বলে জমিয়ে মাঠ
বন-বাদাড়ে হাঁকা হাকি
নদী বিলে ডাকা ডাকি
বই আর খাতা আটক করে
শাসন বারণ সব পেরিয়ে
কোথাও খুঁজি পাখির বাসা!
কোথাও খুঁজি দোলের গাছ
ধানের ক্ষেত কৈ এ ভরা
পণ ছিল যে ধরবো মাছ
জোল্লাভাতি ,কানামাছি
লত্তি লাটিম ,সাঁতার বাজি
রুমাল চোরে ভেল্কিবাজি
ধুলায় কাদায় কুমার সাজি
সবাই সেথা কুতুব কাজি।
দল বেঁধে মোরা মসজিদেতে
এক কোনেতে বসা!
জুম্মা মানে বুঝতাম তখন
জিলাপিরই আশা।
মায়ের স্নেহ ,ঘুমকে ফাঁকি
দিতাম দুপুর বেলা
করলে দেরি বাদ হবে মোর
দল দস্যির খেলা।
সন্ধ্যা হলে খেলার শেষে
ক্লান্ত হয়ে পথিক বেসে
বাসায় ফিরে বাবার পাশে
হোমওয়ার্কের খাতার কাছে
মানতে হত হার,
অতীত স্মৃতির পাতা দেখে
ব্যস্ত দিনের অশ্রু চোখে
খুঁজে বেড়াই হারিয়ে ফেলা
সোনালী আমার শুক্রবার।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleমায়ের ঋণ:এক অনন্ত ভালোবাসার প্রতিচিত্র
Next articleবিধির খেলা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here