মো. হাসিবুল হাসান
সকাল সকাল চুকিয়ে পাঠ
ব্যাট আর বলে জমিয়ে মাঠ
বন-বাদাড়ে হাঁকা হাকি
নদী বিলে ডাকা ডাকি
বই আর খাতা আটক করে
শাসন বারণ সব পেরিয়ে
কোথাও খুঁজি পাখির বাসা!
কোথাও খুঁজি দোলের গাছ
ধানের ক্ষেত কৈ এ ভরা
পণ ছিল যে ধরবো মাছ
জোল্লাভাতি ,কানামাছি
লত্তি লাটিম ,সাঁতার বাজি
রুমাল চোরে ভেল্কিবাজি
ধুলায় কাদায় কুমার সাজি
সবাই সেথা কুতুব কাজি।
দল বেঁধে মোরা মসজিদেতে
এক কোনেতে বসা!
জুম্মা মানে বুঝতাম তখন
জিলাপিরই আশা।
মায়ের স্নেহ ,ঘুমকে ফাঁকি
দিতাম দুপুর বেলা
করলে দেরি বাদ হবে মোর
দল দস্যির খেলা।
সন্ধ্যা হলে খেলার শেষে
ক্লান্ত হয়ে পথিক বেসে
বাসায় ফিরে বাবার পাশে
হোমওয়ার্কের খাতার কাছে
মানতে হত হার,
অতীত স্মৃতির পাতা দেখে
ব্যস্ত দিনের অশ্রু চোখে
খুঁজে বেড়াই হারিয়ে ফেলা
সোনালী আমার শুক্রবার।