মো: রুহুলআমিন(রকি)
শবে বরাত মানে হলো
মহিমান্বিত মুক্তির রাত,
খোদার তরে তুলি দুই হাত।
গুনাহ মাফের আশায়
মোরা করি মোনাজাত।
লক্ষ কোটি মানুষ সবাই
করবে যতো ইবাদত,
অন্য রাতের তুলনায় পাবে
হাজার গুণ বেশি ফজিলত।
রাসূল (সা:) বলে গেছেন
শবে বরাতের রাতে
ইবাদতের ফজিলত,
খোদার তরে মাফ চাইবো
করবো ইবাদত।

