– নুর তাহেদ রিহান
আকাশ জুড়ে,স্বপ্নেরা ঘুরে!
আলোর পথে, স্বপ্নেরা ভিড়ে!
অশ্রু নয়নে ,স্বপ্ন দেখিয়ে!
হারিয়ে বেড়ায় অচিনপুরে!
স্বপ্ন মোর সামনে রেখে,
ঘুরে-বেড়ায় উদার মনে!
প্রভাত ফেরিয়ে দিন গুলো
স্বপ্ন মোর রঙিন হলো!
রাত পোহালেই সকাল হবে
স্বপ্ন মোর পূরণ হবে !
স্বপ্ন দেখার নেই তো কোন মানা!
তাই তো হয়েছি, এই ভুবনে খোদার সেনা!
স্বপ্ন দেখার নেই তো কোন মানা!
তাই তো হয়েছি কল্পলোকের স্বাধীন দেশের ,স্বাধীন প্রজা!
ছন্দে ছায়ায়, অন্ত মায়ায় স্বপ্ন মোর বলে!
অশ্রু নয়নের, রাত পোহাবে কবে?
হৃদয় কাঁপানোর অকাল!
শেষ হবে কি কাল?
Facebook Comments Box