11.8 C
New York
Thursday, May 2, 2024
spot_img

গল্পের প্রতিধ্বনি-প্রতিযোগীতায় বিজয়ী তিন গল্পকার

অভিনন্দন!

প্রতিধ্বনি ম্যাগাজিনের গল্প লেখা প্রতিযোগীতা “গল্পের প্রতিধ্বনি”-তে বিচারকদের বিচারে বিজয়ী হয়েছেন তিন গল্পকার।

বিজয়ী গল্পকারদের নাম এবং গল্পের শিরোনাম-

১ম- গল্পকার- তমসুর হোসেন
গল্পের শিরোনাম- চৈত্রের নিষ্ফল রজনী
https://protiddhonii.com/coitrer-nisfol-rojoni/

২য়- গল্পকার- শর্মিলা আক্তার বহ্নি
গল্পের শিরোনাম- চুরি
https://protiddhonii.com/curi/

৩য়- গল্পকার- আনিকা তাবাসসুম
গল্পের শিরোনাম- একটি গল্পলিখার গল্প
https://protiddhonii.com/ekti-golpo-likhar-golpo/

বিজয়ী তিন গল্পকারদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে প্রতিধ্বনির পক্ষ থেকে পুরস্কার।

গল্পের প্রতিধ্বনি ইভেন্টে গল্প পাঠানো সকল গল্পকারদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ।প্রতিধ্বনিতে শীঘ্রই আসছে আরো নতুন নতুন ইভেন্ট।চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে: https://www.facebook.com/protiddhoniibd

প্রতিধ্বনির আলোচনায় যুক্ত থাকুন: https://www.facebook.com/groups/1003807934051378/

প্রতিধ্বনিতে নিয়মিত লিখতে- https://protiddhonii.com/likhun-protiddhoniite/

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট