আয়াজ আহমদ বাঙালি
তোমার চলে যাওয়ার পরই বর্ষা নামল,
যেন আকাশও জানত, আমি আর তুমি এক নই।
ভেজা মাটিতে ছড়িয়ে ছিল আমাদের হেঁটে যাওয়া,
আজ শুধু কাদা আর কিছু অস্পষ্ট স্মৃতি।
প্রেম কি সত্যিই সময়ের কাছে হেরে যায়?
নাকি আমরা ভুল সময়ে ভালোবেসেছিলাম?
তোমার গলা শুনতে পাই বৃষ্টির শব্দে,
কিন্তু ছুঁতে পারি না, বুঝতে পারো?
এই ঋতুটা আর কখনো আগের মতো হবে না।
আমার বর্ষা মানেই তুমি, আর তুমি নেই।
একটা মৌসুমও কাউকে ভুলতে শেখাতে পারে না।
তুমি হারিয়ে গেলে, ঋতুও তেমনই নিঃসঙ্গ।