জীবনগাথা 

0
106

গাজী আবু হানিফ

জীবন কথা পদ্যে লিখি গদ্যে লিখি
আমরা যারা পাঠক থাকি পড়ে শিখি।

Find the best replica watches UK for sale online in the at Swiss Made.

জীবনগাথা সুখের দুঃখের হয়
থাকে গল্পের মত কাহিনি
জীবন মানে কি, কি তার এই প্রাণ-ই
গল্পে লেখক শব্দ বাক্যে এসব আঁকে।
আর পদ্যে সে গল্পের ভাবটুকুকে লিখে।

জীবন মানে জন্ম থেকে পথে পথে চলা
আপন কথা এই পৃথিবীর সবার কাছে বলা।

জীবন কিন্তু শিক্ষায় গড়তে হয়,
শিখতে শিখতে দক্ষ হয়ে
কাজ করতে হয়
প্রযুক্তিকে ধারণ করে বদলে যেতে হয়।
চলতে চলতে শেষ সীমানায়
ঠিকই যাওয়া হয়।

জীবন মানে এমনই এক বদল হাওয়ার মন
শিক্ষা ছাড়া দীক্ষা ছাড়া হয় না জীবন গঠন।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleস্মৃতির পলক
Next articleমুহাম্মদ আস্রাফুল আলম সোহেল-এর দুটি কবিতা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here