গাজী আবু হানিফ
জীবন কথা পদ্যে লিখি গদ্যে লিখি
আমরা যারা পাঠক থাকি পড়ে শিখি।
Find the best replica watches UK for sale online in the at Swiss Made.
জীবনগাথা সুখের দুঃখের হয়
থাকে গল্পের মত কাহিনি
জীবন মানে কি, কি তার এই প্রাণ-ই
গল্পে লেখক শব্দ বাক্যে এসব আঁকে।
আর পদ্যে সে গল্পের ভাবটুকুকে লিখে।
জীবন মানে জন্ম থেকে পথে পথে চলা
আপন কথা এই পৃথিবীর সবার কাছে বলা।
জীবন কিন্তু শিক্ষায় গড়তে হয়,
শিখতে শিখতে দক্ষ হয়ে
কাজ করতে হয়
প্রযুক্তিকে ধারণ করে বদলে যেতে হয়।
চলতে চলতে শেষ সীমানায়
ঠিকই যাওয়া হয়।
জীবন মানে এমনই এক বদল হাওয়ার মন
শিক্ষা ছাড়া দীক্ষা ছাড়া হয় না জীবন গঠন।