সাহিত্যকবিতা নতুন বছর By প্রতিধ্বনি - December 31, 2023 0 303 FacebookTwitterPinterestWhatsApp নতুন বছর ইমরান খান রাজ ইমরান খান রাজ নতুন ভোর নতুন আলোদিচ্ছে হাতছানি,অতীত স্মৃতি অতীত কথামুছে ফেলো গ্লানি।নতুন বছর নতুন ভাবেরঙিন পোশাক পড়ে,হাসি মুখে সবার সাথেহাটবো জগৎ জুড়ে।নতুন আলোয় জীবন আজকরো আলোকিত,নতুন বছর বরণ করোহইয়ো না চিন্তিত।