মুহাম্মদ শাফায়াত হুসাইন
তুমি সৌন্দর্য কাননে ফুটন্ত রূপসী,
অধরে রক্ত জবার আভা রূপ রাশি।
আত্ম হারা রূপে মুগ্ধ দেখলে প্রেমসী,
তুমি সৌন্দর্য কাননে ফুটন্ত রূপসী।
রূপের বাহার পড়ে ছড়িয়ে চন্দ্রসী,
কোকিলকণ্ঠের সুরে হৃদে বাজে বাঁশি।
তুমি সৌন্দর্য কাননে ফুটন্ত রূপসী,
অধরে রক্ত জবার আভা রূপ রাশি।