সজীম শাইন
ঘুম তো আসেনা দুটি চোখের পাতায়
তোমার অবয়ব দেখি সেই স্বপ্নঘোরে
ছন্দের আনাগোনা কবিতার খাতায়।
বিদ্রোহী হৃদয়, কী করে কোমলমতি
নারী,কেমনে আসবে এই অন্তঃপুরে
তোমার কামুকতার ঘ্রাণ প্রিয় অতি।
কাঁটাযুক্ত গাছেও সুগন্ধি ফুল ফোটে
কাছে পাওয়ার যন্ত্রণায় কাতর এ’মন
ধরা দিতে চায় না,দিক বেদিক ছোটে।