সূর্যমুখির হলদে ছোঁয়া

0
177


শাকেরা বেগম শিমু


গন্ধবিহীন পুষ্প তুমি
তবু তোমায় দেখে,
মনটা কেন হয় উতলা
তোমার রেণু মেখে?

our Can Buy Lots Of Top Quality Swiss Eta Movement Breitling Replica Watches.Such As Breitling Avenger Replica, Replica Breitling Bentley and more.

রবির পানে তাকিয়ে তুমি
হওযে বড়ই সুখি,
তাইতো কুসুম; নামে তোমায়
ডাকি সূর্যমুখি।

সূর্যের আছে হলুদ আলো
তোমার হলুদ রং,
রবির সাথে সূর্যমুখির
বাধলো কিসের সঙ?

ভালো লাগে সূর্যিমামার
হলদে কিরণ, রৌদ্রধোঁয়া,
তারচে’ ভালো লাগে কুসুম
সূর্যমুখির হলদে ছোঁয়া।।।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleমুহাম্মদ আস্রাফুল আলম সোহেল-এর দুটি কবিতা
Next articleকবিতার এক পাতা || ১৬/০৫/২০২৫
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here