আমাদের জীবন

0
121

মো: হাসিবুর রহমান 

আমার মাসিক আয়টা খুবই সীমিত। খাওয়া- দাওয়া আর বাসা ভাড়া দেয়ার পর একদমই টাকা থাকে না বললেই চলে। তা দিয়ে হাত খরচটা কোনো মতে চালাতে হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, তাও আবার সবার বড়।

ছোটবেলা থেকে কর্মজীবী ছেলেদের মতো করে বড় হইনি বলে এখনো সংসারের হাল ধরতে পারিনি। নিজেরটা দিয়ে নামে মাত্র চলি। নিজের ইচ্ছেতেই বাড়িতে তেমন একটা যাই না। পকেটে টাকা থাকলে সকালে সামান্য কিছু খেয়ে টিউশন বাসায় যাই। তাও ১০ টাকার ওপরে উঠতে সাহস হয় না।

যেদিন টাকা থাকে না সেদিন টিউশন বাসায় নাস্তা দিবে সে আশায় থাকতে হয়। সব দিন কি সূর্যের আলো কপালে এসে পড়ে।সেক্ষেত্রে দুপুরে একত্রে খেয়ে নেই। _”আসসালামু আলাইকুম।

চাচা এক কাপ চা দিন, সাথে পাঁচ টাকা দামের একটা বিস্কুট দিবেন”। এক কাপ চা আর একটা রুটি হাতে নিয়ে একদম ভাবনার ঘোরে পড়ে গিয়েছিলাম। বয়সে প্রায় আমার মতো এই ছেলেটির চা চাওয়াতে ঘোর কাটল।

ছেলেটির আপাদমস্তক একবার ভালো করে পর্যবেক্ষণ করলাম। আমার একটা বিশেষ গুন আছে। আমার মতো অবস্থার মানুষকে খুব দ্রুত চিনে ফেলি। তাই নিজেই আগ বাড়িয়ে তার সাথে কথা বললাম। পরিচিত হয়ে পুরোপুরি নিশ্চিত হলাম।

ছেলেটি ঢাকায় যাচ্ছে। কনকনে শীতের এতো সকালে কেন যাচ্ছে সেটা জানতে চাইলে ও বলে এখান থেকে নাকি সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়ে। ভাড়া মাত্র চল্লিশ টাকা। অন্য সময় গেলে লোকাল বাসে দু’শো টাকা ভাড়া দিয়ে যেতে হবে।

যা দিয়ে দুদিন হোটেলে খাওয়া যাবে। আরও জানলাম ছেলেটি একটা বাসায় তিন বেলা খেয়ে টিউশন করায়। সে বাসার লোকজন কোথায় যেন বেড়াতে গেছে। দুদিন পর ফিরবে।

ওই টাকা দিয়েই এ দুদিন হোটেলে খাবে।

_”চাচা বিলটা রাখেন। আসি ভাই।

ওই যে বাস ছেড়ে দিয়েছে।

আল্লাহ্ চাইলে আমাদের আবার দেখা হবে। আল্লাহ্ হাফেজ”।

_”আল্লাহ্ হাফেজ”। ছেলেটিকে সৌজন্যমূলক বিদায়টাও জানাতে পারলাম না।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleনিশিকান্ত 
Next articleগ্রীষ্মের কথা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here