শাকিলা নাছরিন পাপিয়া
গ্রীষ্ম খুব রাগী। শুধু গ্রীষ্মই নয়, তার বন্ধু বৈশাখ আর জ্যৈষ্ঠেরও অনেক রাগ।
বৈশাখের সঙ্গে একদিন সূর্য আপুর ঝগড়া লাগলো।তখন ছুটে এলো গ্রীষ্মের বড় ভাই রোদ। সূর্য আর রোদ রাগে জ্বলজ্বল করতে থাকে।মনে হয় যেন সারা পৃথিবীতে আগুন লেগেছে।
এই ঝগড়ার খবর পেয়ে কালবৈশাখী খালামনি তার ঘন কালো কেশ উড়িয়ে ধুম করে চলে এসে সহসাই ঘরবাড়ি, গাছপালা সব তছনছ করে দেয়।
জ্যৈষ্ঠ রাগী হলেও তার মুখে মধু। তার ভাইবোন আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল সহ সবাই খুবই মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের কথা শুনে সবার মন ভরে যায়। যেন রসে ভরপুর কথামালা।
জ্যৈষ্ঠ রাগী হলেও সুন্দর, মিষ্টি কথার জন্য তাকে সবাই ভালোবাসে।