গ্রীষ্মের কথা

0
63

শাকিলা নাছরিন পাপিয়া

গ্রীষ্ম খুব রাগী। শুধু গ্রীষ্মই নয়, তার বন্ধু বৈশাখ আর জ্যৈষ্ঠেরও অনেক রাগ।

বৈশাখের সঙ্গে একদিন সূর্য আপুর ঝগড়া লাগলো।তখন ছুটে এলো গ্রীষ্মের বড় ভাই রোদ। সূর্য আর রোদ রাগে জ্বলজ্বল করতে থাকে।মনে হয় যেন সারা পৃথিবীতে আগুন লেগেছে।

এই ঝগড়ার খবর পেয়ে কালবৈশাখী খালামনি তার ঘন কালো কেশ উড়িয়ে ধুম করে চলে এসে সহসাই ঘরবাড়ি, গাছপালা সব তছনছ করে দেয়।

জ্যৈষ্ঠ রাগী হলেও তার মুখে মধু। তার ভাইবোন আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল সহ সবাই খুবই মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের কথা শুনে সবার মন ভরে যায়। যেন রসে ভরপুর কথামালা।

জ্যৈষ্ঠ রাগী হলেও সুন্দর, মিষ্টি কথার জন্য তাকে সবাই ভালোবাসে।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleআমাদের জীবন
Next articleস্রষ্টার দর্শন
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here