মো. রনি মিয়া
স্বর্ণমোড়া দ্বারে কড়া পড়ে,
জান্নাতি প্রাণ ওঠে ব্যাকুল স্রোতে।
ফেরেশতা বলে মধুর সুরে,
“চলো প্রভুর আলোক-ভুবনে।
তোমার জন্য প্রস্তুত বাহন,
রূপের ঝলকে মোড়ানো রথখন।
স্বপ্নের পথে, মুক্তার পিলারে,
ছুটবে মন আজ আনন্দ ঘিরে।
বাতাস ভরা শান্তির গন্ধে,
আলো ছড়ায় পথের দু’ধারে।
উল্লাস বুকে জিজ্ঞাসা ভাসে,
“আমরা কি তবে প্রভুকে দেখেছি?”
ফেরেশতা বলে, “পথেই আছি।”
হঠাৎ শুনি, গায়েবি আহ্বান,
“আস-সালামু আলাইকুম, আহলুল জান্নাহ।”
মধুর সে ডাক, হৃদয়ে জাগে গান।
উত্তরে ঝরে জান্নাতি কণ্ঠে,
“আল্লাহুম্মা, তুমি শান্তির স্রোতে।
তুমিই মহান, বরকতময়,
তোমার কৃপায় ভরা হৃদয়।”
আল্লাহ বলেন, “আর কি চাই?
সব তো দিলাম, সুখ কি নাই?”
জান্নাতিরা কাঁদে, বলে এক সাথে,
“তোমার চেহারা চাই প্রাণ পটে।”
পর্দা সরায় চিরনবীন আলো,
সৃষ্টি-স্রষ্টা মিলনে তৃপ্ত ভালো।
তোমার রূপে থামে সব ব্যথা,
তুমিই জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত।
ইয়া রব, আমায় সেই তালিকায়,
তুলে নাও তুমি মমতাময়।
তোমার মুখের জ্যোতিতে ভাসি,
চিরকাল তোমার প্রেমে হাসি।