আবদুল্লাহ নুর আহম্মদ
খুব ইচ্ছে ছিল…
কোনো এক রজনীর সন্ধ্যায়,
চন্দ্রার পদ্মময় আলোয়,
সিগ্ধ কুয়াশার বাতাসে,
তোমার কোমল হাতে হাত রেখে
অবিরাম হেটে যাব গন্তব্যহীন পথে
খুব ইচ্ছে ছিল…
সময় ছিল না
প্রজ্ঞার নির্দেশে মুহূর্তে মিলে গিয়েছিল
আমার ইচ্ছের সেই ক্ষণিক পূর্ণতা—
কিন্তু…
স্থায়িত্বের আশীর্বাদ পেল না
সময়, বাস্তবতা, পরিস্থিতির দোহাই….
আমার ইচ্ছের পূর্নতা, অপূর্ণতার রূপ নিল আমার অযাচিত
আজও মনে পড়ে,
তোমার মৃদু স্পর্শ,
তোমার হাতের উষ্ণতা
তোমার কোমল হাতে হাত রেখে
সিগ্ধ বাতাসে গন্তব্যহীন পথে
চলার কথা, খুব মনে পরে।