সালমান খান জুয়েল
চাটুয্যে মশাই হন্তদন্তে ছুটলেন ভরদুপুরে,
পুত্রের অফিসের চেয়ার best replica watches uk চাই সেগুন কাষ্ঠে।
পুত্র তাহার সদ্য হয়েছে সরকারি আমলা,
তাহার কি আর যেনতেন best replica watches চেয়ারে
চলে ওঠা বসা?
গোমতী নদীর ওপার
দু-ক্রোশ পেরুলেই মায়াতলী হাট,
সেখানেই না-কি replica Breitling মিস্ত্রি জব্বর
নাম তাহার সম্রাট।
আজ্ঞে চাটুয্যে মশাই যে,
আছেনতো ভালো? দিনকাল কেমন যাচ্ছে?
কুশলাদি করছি পরে,
গরমে জীবন যায়।
মাথা ফাটে চৈত্রের রৌদ্রে,
বলো কি উপায়?
সম্রাট ডেকে কহে,
রঞ্জুর নিকট।
বাবু এয়েছে দাও না তারে,
বাতাবী লেবুর সরবত।
বাতাবী লেবুর সরবতে
ঢেকুর তোলে চাটুয্যে মশাই,
পুত্রের আপিসে চেয়ার লাগবে
করো না সমাধান ও মিস্ত্রি ভাই।
হবে হবে জানাইলেন সম্রাট,
চট করে বলে ফেলুন-
পুত্রের পেটের মাপ।
বিরক্তির ছাপে চটলেন চাটুয্যে,
মশকরা করছো কেন হে?
গায়ের জামা চাচ্ছিনে গো-
বানাও একখানা চেয়ার খাঁটি সেগুনে।
মশাই চটছেন কেন মিছে?
বলছি কি আর সাধে?
ঘুষের পয়সায় কদ্দিন পরে,
পুত্রের পেট সেইতো পড়বে,
ঠিকই মাটিতে নুইয়ে।
চাটুয্যে এবার জললেন তেলে বেগুনে,
করো না নিজের কম্য-
মিছে কেনে পড়েছো বাপু
এ বৃদ্ধের পিছনে?
হাতুড়ি পেরেকে ফেরালো
সম্রাট নিজের দৃষ্টি,
চাটুয্যে মশাই এবার ফিরে পেলো
স্বাচ্ছন্দ্যের স্বস্তি।
মনে মনে সে নিজেকে শুধালো,
পুত্রকে বাবু করতে হয়েছে কতোই না কষ্ট।
পয়সা খরচের উসুল করতে,
হোকনা খানিক ঘুষের পয়সার বিনষ্ট।