চাটুয্যে মশাই 

0
205

সালমান খান জুয়েল

চাটুয্যে মশাই হন্তদন্তে ছুটলেন ভরদুপুরে,
পুত্রের অফিসের চেয়ার best replica watches uk চাই সেগুন কাষ্ঠে।

পুত্র তাহার সদ্য হয়েছে সরকারি আমলা,
তাহার কি আর যেনতেন best replica watches চেয়ারে
চলে ওঠা বসা?

গোমতী নদীর ওপার
দু-ক্রোশ পেরুলেই মায়াতলী হাট,
সেখানেই না-কি replica Breitling মিস্ত্রি জব্বর
নাম তাহার সম্রাট।

আজ্ঞে চাটুয্যে মশাই যে,
আছেনতো ভালো? দিনকাল কেমন যাচ্ছে?

কুশলাদি করছি পরে,
গরমে জীবন যায়।
মাথা ফাটে চৈত্রের রৌদ্রে,
বলো কি উপায়?

সম্রাট ডেকে কহে,
রঞ্জুর নিকট।
বাবু এয়েছে দাও না তারে,
বাতাবী লেবুর সরবত।

বাতাবী লেবুর সরবতে
ঢেকুর তোলে চাটুয্যে মশাই,
পুত্রের আপিসে চেয়ার লাগবে
করো না সমাধান ও মিস্ত্রি ভাই।

হবে হবে জানাইলেন সম্রাট,
চট করে বলে ফেলুন-
পুত্রের পেটের মাপ।

বিরক্তির ছাপে চটলেন চাটুয্যে,
মশকরা করছো কেন হে?
গায়ের জামা চাচ্ছিনে গো-
বানাও একখানা চেয়ার খাঁটি সেগুনে।

মশাই চটছেন কেন মিছে?
বলছি কি আর সাধে?
ঘুষের পয়সায় কদ্দিন পরে,
পুত্রের পেট সেইতো পড়বে,
ঠিকই মাটিতে নুইয়ে।

চাটুয্যে এবার জললেন তেলে বেগুনে,
করো না নিজের কম্য-
মিছে কেনে পড়েছো বাপু
এ বৃদ্ধের পিছনে?

হাতুড়ি পেরেকে ফেরালো
সম্রাট নিজের দৃষ্টি,
চাটুয্যে মশাই এবার ফিরে পেলো
স্বাচ্ছন্দ্যের স্বস্তি।

মনে মনে সে নিজেকে শুধালো,
পুত্রকে বাবু করতে হয়েছে কতোই না কষ্ট।

পয়সা খরচের উসুল করতে,
হোকনা খানিক ঘুষের পয়সার বিনষ্ট।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleবৈশাখী বাতাস
Next articleকৃষক রাজা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here