নুজহাত তাবাসসুম ইপ্সিতা
দুঃখ আছে বলেই
আমরা সুখের জন্য হাহাকার করি।
মাথা ফাটা গরমের পর
এক পশলা বৃষ্টির অপেক্ষায় থাকি।
নীল আকাশের মেঘের মাঝে
নিত্যদিনের স্বপ্নগুলো আঁকি।
দুঃখ আছে বলেই
সুখের এত দাম।
ভীড় ঠেলা শহর থেকে
ভালো আমার মাটির গ্রাম।
দুমড়ে মুচড়ে যাওয়া দেহটা
চায় একটুখানি শান্তি।
দিনশেষে ঘরে ফিরে
এক কাপ চায়ে মিটে যায় ক্লান্তি।
স্বল্প আলো মাখা রাত্রি,
আমি এই দুনিয়ায়
মাত্র কয়েকদিনের এক যাত্রী।