আরিয়ান খান হাবিল
কাঁদছে শিশু কাঁদছে মানুষ,
মানবতা আজ কই?
কষ্টতে লোক অন্তরে শোক
লাশ ঢাকার ঠাঁই নাই।
মরছে নারী মরছে পুরুষ
বাড়ছে শিশুর লাশ।
মুসলিম বিশ্ব দেখছে দাঁড়িয়ে
ফেলছে দীর্ঘশ্বাস!
রক্ততে লাল নিদারুন গাজা,
আজ নিরুপায়,
শত কোটি মুসলিম বিশ্ব
দেখছে দাঁড়িয়ে হায়।
এমনভাবে আর কতকাল?
চলবে নিরন্তর,
রক্তের স্রোত বইছে কেবল
জাগছে না অন্তর।