গাজী আবু হানিফ
ফুলকে যে ভালোবাসে
খুন করতে পারে না সে।
ফুলতো মানবতা উদারতা শেখায়
ভালোবাসা দয়ামায়া শেখায়,
আপন করে নেয় সৃষ্টি জগৎ
ন্যায়বাদী অপরাধী সকলের তরে সে সমান
চিরদিন রয় সে মহাত্যাগী হয়ে।
অপরাধী বুঝে না ফুলের সম্মান
ধারণ করতে পারে না ফুলের ন্যায় প্রাণ।
ফুলকে ভালোবেসে কেউ হয় অমর
কেউ হয় বরণীয় মানবকূলে
কেউ হয় স্মরণীয় যুগযুগান্তরে
কেউ হয় মোক্ষম প্রাণ ইহ-পরলোকে।