দীপংকর কুমার চৌধুরী
তুমি রাঁধেও কর্ণ কুন্তী পুত্র,
সূর্যের বীর্য প্রশাত।
তুমি সুতপুত্র নহে তুমি,
তুমি পান্ডু যষ্ঠ ভাতা।
তুমি কুন্তী বালিকা পূর্বাহ্ণে
জন্ম রাজ পুত্র।
তুমি ধাত্রী মাতৃর কোলে
লালিত সুতপুত্র পরিচয়।
তুমি দাতা কর্ণ রূপী
প্রতিষ্ঠিত এই বিশ্ববম্ভান্ডে।
তুমি ধনুর্বিদ্যা পারদর্শী
গুরু দ্রোন স্মরণে শিক্ষা
গ্রিহিত।
তুমি কুরুক্ষেত্র লজ্জিত,
ধিক্কারিত কুন্তী পুত্র কর্ণ।