শাকেরা বেগম শিমু
এমন ঘৃণ্য কাজ আর আছে কি,
অন্য কারো লেখা করে যে চুরি।
লেখা হলো লেখকের সাধনার ধন,
তাও চুরি করে নীচ ধূর্ত যেজন।
কখনও আবার পুরো গ্রুপটাই চুরি-
করে নিয়ে দেখায় সে হীন বাহাদুরি।
লেখকের কলঙ্ক এই অধমেরা,
মনটা নোংরা, কালো জাল দিয়ে ঘেরা।
এতে যে কখনও ওর লাভ হবে না,
মূর্খ চোরের দল তাও বুঝেনা।
কিছুকাল রাজত্ব করে নাও তবে,
শীঘ্র চরণতলে দলিতই হবে।
জানিয়ে রাখছি আজ দিয়ে বড়জোর,
একদিন পাকড়াও হবে লেখাচোর।