নুজহাত তাবাসসুম ইপ্সিতা
আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর কাছে জানাই অনেক অনেক শুকরিয়া।তোমাকে আমি আমার জীবনে বাবা হিসেবে পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবতী একজন সন্তান। আমি ছোট থেকে আজ পর্যন্ত অনেক ধরনের মানুষ দেখে এসেছি। বিভিন্ন ধরনের মানুষ এ পৃথিবীতে রয়েছে। সবাই শুধু চায় কিভাবে দুর্নীতি করে এবং বিভিন্ন অপরাধের মাধ্যমে এই ইহকালে কিভাবে বড় হওয়া যায় এবং বিলাসিতা করা যায়। কিন্তু আমি আমার বাবাকে দেখতাম তিনি সবসময় ধৈর্য নিয়ে সবকিছু সহ্য করতেন।তার চোখের দিকে তাকালে যে কোন মানুষ বলতে বাধ্য যে আমার বাবা একজন ভালো মানুষ। আমার বাবা আমার বাবা আজ পর্যন্ত সর্বদা সহজ সরল ছিলেন। এবং তিনি কখনো কাউকে ঠকায়নি।কারো সাথে কোনো ধরনের কোনো অবিচার করেননি। তিনি আমাদের সবসময় সুন্দর কথা বলে আসছেন। আমার বাবা জীবনে অনেক অনেক কষ্ট পেয়েছে আজ অবধি কিন্তু কখনো তিনি তা প্রকাশ করেননি। আমার বাবা ছোটবেলায় পিতৃহারা হয়েছেন। ছোট থেকে খুবই কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন শুধুমাত্র একজন ভালো মানুষ হওয়ার জন্য।তার নিয়ত সঠিক এবং হালাল ছিল বলে আজ আমার বাবা এমন একজন ভালো মানুষ হিসেবে তৈরি হয়েছেন।আমার বাবা ও তার মাকে হারিয়েছেন।আমার বাবা আমাকে আদর করে “ইশিমা” বলে ডাকে। আমি চাই আমি যেন আমার বাবাকে মায়ের মতো করে যত্ন করতে পারি।ছোটবেলায় আমি ভাবতাম মা আমায় মা বলে কেন ডাকে, আজ বুঝি বৃদ্ধ বয়সে আমরা সন্তানরাই হয়ে যাই তাদেরও মা- বাবার মতো। মৃত্যুর আগ অবধি যেন আমি আমার বাবাকে সেবা করে যেতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক।আজ আমি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি আমার বাবার মেয়ে। আমি চাই আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুক (আমীন)।
