আয়াজ আহমদ বাঙালি
শূন্যতার মাঝে বাজে বৃষ্টির গান,
যা বলে দুঃখ আর প্রেমের মিলন।
তুমি ছিলে, এখন শুধু একটা ছায়া,
যা বৃষ্টি নামে ভিজে যায়।
একটা ফাঁকা রাস্তা, যেখানে আমার হাঁটা,
তুমি নেই, তবুও পথটা তোমার।
শূন্যতার সেই গানে আমার কণ্ঠ মিশে,
বৃষ্টি আসে যেন আমাকে ডাকে ফিরে।
প্রেম হলো কখনো ফাঁকা, কখনো পূর্ণ,
তুমি না থাকলে জীবন হয় নীরব।
শূন্যতার গান শুনে আমি অপেক্ষা করি,
বর্ষা নামলেই মনে পড়ে তোমাকে।