পরীর সঙ্গে দেখা

0
91

শংকর ব্রহ্ম

                    আমার ঘরে এ.সি ম্যাসিন নেই। এই গরমে ঘুমোতে পারছিলাম না। ফ্যানের হাওয়া আগুনের হল্কা ছড়াচ্ছিল চারপাশে। গ্যাস চেম্বারের মতো লাগছিল ঘরটাকে । কিছুতেই ঘুম আসছিল না। তাই একটা সিগ্রেট ধরিয়ে জানলায় কাছে গিয়ে দাঁড়ালাম। নাক মুখ দিয়ে একরাশ ধোয়া ছাড়তে ছাড়তে কবিতার কথা ভাবছিলাম।

                   এমন সময় এক পরী এসে বসল আমার জানলার পাশে, বললো আমায়, কি নাম তোমার?

আমি রসিকতা করে বললাম, কবি।

– তুমি কবিতা লেখো বুঝি?

আমি গর্ব করে বললাম, লিখি তো … 

– তবে আমায় নিয়ে একটা কবিতা লেখো তো দেখি? পরী বললো।

– কি করে লিখবো, আমি কি তোমায় চিনি, না জানি?

– কবিতা লিখতে গেলে বুঝি চিনতে জানতে হয়?

– তা তো হয়ই  … 

– কেন তোমার কল্পনা কি ডানা মেলে না আমার মতো, বলেই সে তার দুই ডানা ঝেরে দিলো, আমার গায়ে এসে লাগল এক হিমেল পরশ। 

– আছে, তবে সব সময় মেলি না  … 

– কেন, ভাঙা নাকি?

– না না, আমি প্রতিবাদ করে উঠি

– তা, এতো চিৎকার করে বলবার কি আছে? নেড়ে দেখাও তবে আমার মতো।

              আমি ডানা নাড়াতে গিয়ে দেখি, ডানা দু’টি পাথরের মতো ভারী, কিছুতেই নাড়াতে পারছি না।

  • কি হলো? পরী জানতে চায়।

আমি বলি, নড়ছে না তো … 

–  তা হলে তুমি কবিতার কাছে পৌঁছাবে কি করে?

– কবিতাই আমার কাছে আসবে, আমি জানি। 

– তাই নাকি? যেমন আমি এসেছি?

              আমি তার কথার উত্তরে হাসতে গিয়ে, দেখলাম চোয়াল ভারী শক্ত হয়ে উঠেছে।

হাসির বদলে, মুখটা বিকৃত হয়ে ভেঙচি কাটছে।

– আমিই কবিতা, বলে হাসতে হাসতে পরী উড়ে গেল। আমি আহাম্মকের মতো, সে’দিকে তাকিয়ে রইলাম। আমার কবিতা লেখা আর হল না।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

Previous articleউঠোন পেরোলেই কালো মেঘ
Next articleদহন বেলা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here