গ্রীষ্ম ও গ্লাসটা

0
103

আবদুল্লাহ নুর আহম্মদ

গ্রীষ্মকাল মানেই যেন আগুন ঝরানো রোদ, হাপিত্যেশ করা বাতাস আর অস্থির দুপুরের ক্লান্তি। এই ঋতুর প্রখরতা যখন চরমে পৌঁছে, তখন আমার মনের আয়নায় ভেসে ওঠে বাল্যকালের কিছু অমূল্য স্মৃতি—যেগুলো আজো বুকের গহীনে এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়।

আমি তখন খুব ছোট। এক দুপুরে ভীষণ রোদ পড়ছিল। চারদিক ধূসর আর নির্জন, যেন প্রকৃতি নিজেই হাল ছেড়ে দিয়েছে। ঠিক তখনই কোনো এক কারণে আব্বু আমাকে হঠাৎ দৌঁড়ানো দিলেন। হয়তো কোনো অভিমান থেকে, নয়তো শাসনের ছলে। আমি ক্লান্ত হয়ে পড়ি। নিঃশ্বাসে আগুন, শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। অবশেষে এক গলির পাশে বসে পড়লাম—একদম চুপ করে। শিশুমনে তখন অভিমান, ক্লান্তি আর কষ্ট মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছিল।

কিন্তু সেই মুহূর্তেই আব্বুর চোখে আমি দেখেছিলাম এক অজানা কোমলতা, এক অন্তর্গত স্নেহের আলোকছায়া। তিনি কিছু না বলে আমার পাশে বসে পড়লেন। হাতে ছিল এক গ্লাস ঠান্ডা পানি—তাঁর নিজের হাতে এনে দেয়া। সেই পানি শুধু আমার তৃষ্ণা মেটায়নি, মনের গভীর ক্লান্তিও যেন ধুয়ে মুছে দিয়েছিল। তখনকার মতো শান্তি, এমন অনুভূতি আর কোনোদিন পাইনি।

আজ আব্বু আর নেই। অনেক বছর কেটে গেছে। কিন্তু যখনই গ্রীষ্মের দাবদাহে পথ হাঁটতে হাঁটতে ঘাম ঝরে, শরীর ভার হয়ে ওঠে—সেই দিনের সেই দৃশ্য আবার মনে পড়ে। মনে পড়ে আব্বুর চোখের স্নেহময় দৃষ্টি, ঠান্ডা পানির সেই গ্লাস, আর তার অন্তর্নিহিত ভালোবাসা। স্মৃতির পাতায় যেন সেই মুহূর্ত স্থির হয়ে গেছে—চিরকালের জন্য।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল জমে যায়, টেরও পাই না। গ্রীষ্মের তাপ যেমন আজও সহ্য হয়, তেমনি সেই স্মৃতিও আজও বুকের গহীনে সতেজ—অথচ অপূর্ণ এক প্রশান্তির মতো।

Previous articleস্টেশনের সেই মেয়েটি
Next articleনির্বাক বাবা-মেয়ের গল্প 
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here