এ শহরে

1
259

তাসকিয়া তাহসিন 

আকাশে ঘন মেঘ। মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ঠান্ডা গন্ধ বয়ে বেড়াচ্ছে। অন্তরীক্ষের মন ভালো নেই। এছাড়া বসন্তে এমন আবহাওয়া কেনই বা দেখাবে। শুভ্র নিলাম্বর আকাশ হঠাৎ করে কালো কাদম্বিনীতে ছেয়ে যেতে দেখে শহরের মানুষগুলোর মনও হয়তো উদাস হয়ে গিয়েছে। আবার কিছু বৃষ্টি প্রেমীদের মন হয়তো ভালো হয়ে গিয়েছে। কেউ হয়তো বারান্দায় এক কাপ চা হাতে বসেছে বৃষ্টি বিলাস করতে। কেউবা হয়তো অতীতের কষ্ট গুলো ভেবে আকাশের মতো দুঃখ বিলাস করছে। আমি বসে আছি যাত্রী ছাউনিতে। সঙ্গীহীন তবে নিঃসঙ্গ বললে ভুল হবে। পাশে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তিনিও কিন্তু আত্ম চিন্তায় মগ্ন। হয়তো ভাবছেন অতীতের কোন সুন্দর মুহূর্তের কথা নয়তো বা কোন কষ্টের কথা। শহরের সকলেই কমবেশি নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। আর তা না হলে অতীতের কথা। কিন্তু সকলের মাঝে মিল কিন্তু একটাই, সবাই মগ্ন রয়েছে আত্ম চিন্তায়। অন্যদিকে রয়েছি আমি যে ভাবছে এ শহরের মানুষগুলোর কথা। ভাবছি সেই বাচ্চাটার কথা যে ভাবছে তার জীবন রূপকথার মত হবে। সে কি জীবনের কোন এক স্টেজে এসে বুঝতে পারবে যে রূপকথা বলতে পৃথিবীতে কিছুই বিদ্যমান নেই।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

কারণ জীবন কোন রূপকথা নয়। রূপকথা মাত্রই কল্পনাকে কেন্দ্র করে ওঠা নিছক গল্প মাত্র। ভাবছি সেই মানুষগুলোর কথা যারা অতীতে বেঁচে আছে। আঁকড়ে ধরে আছে অতীতকে, ভুলে যাচ্ছে ভবিষ্যৎ এমনকি বর্তমানকে। আচ্ছা তারা কি কখনো পারবে বর্তমানে বেঁচে থাকতে নাকি আজীবন অতীতকে অধিকতর সুন্দর মনে করতে থাকবে। আরো ভাবছি সেই মানুষগুলোর কথা যারা ভবিষ্যতে বাঁচতে চায়।যারা সফলতার পিছনে রাত -দিন ছুটছে।আচ্ছা তারা কি কখনো উপলব্ধি করতে পারবে যে তাদের দুনিয়াবি সফলতা তাদের পরকালে কোনো কাজেই আসবে না। ভাবছি সেই মানুষগুলোর কথা যারা মনে করেন তাদের জন্মই কষ্ট পাওয়ার জন্য।তারা কি কখনো বুঝতে পারবে যে সুখে থাকাটা তারা নিজেরাই কঠিন বানিয়েছিল। প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকের জীবনই এক একটা উপন্যাস। সৃষ্টিকর্তা ব্যতিত কেউই জানে না উপন্যাসের পরের পাতায় কী আছে। ক্যান্সারের রোগী আমি।আর বড়জোর এক মাস আছে।এতে আমার কোন দুঃখ নেই।কারণ সব শীতের শেষেই আমার বসন্ত ফিরে এসেছে। তবে এ শহরের কিছু মানুষের মনে শীত শেষে বসন্ত আর আসে না।

Previous articleজবা ও রুপা 
Next articleবৈশাখী
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

1 COMMENT

  1. হয়তো বা এটি একটিক নিছক গল্প মাত্র কিন্তু গল্পের মাঝে লুকিয়ে আছে এক বাস্তবতা।বৃষ্টির দিনগুলো আসলেই মানুষের হৃদয়ের একটি অংশ জুড়ে আছে।যখন কিনা মানুষ তার সুখ দুঃখের কথা ভাবতে থাকে।কেউবা জীবনে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলোর কথা ভাবে আবার কেউবা জীবনে কাটানো সবচেয়ে দুঃখের মুহূর্ত গুলোর কথা ভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here