তানভীরের চোর ধরা

0
111

ফরিদ আহমদ ফরাজী

দাদার সাথে খুনশুটি করতে করতে বুদ্ধির ঢেঁকি বনে গেছে তানভীর।শুধু বাড়ি নয় পুরো গাঁয়ের লোকে জানে তানভীর বুদ্ধিমান।বয়স এগারো কি বারো।এতেই পেকে গেছে বুদ্ধিতে।

সে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ এ বিশ্বাসী। তার ঘুম টুনটান আওয়াজে গেঙে যায়।

সেদিন রাতে খটখট শব্দে তার ঘুম ভেঙে গেলো।জেগে দেখলো, একটি চোর তার ঘরে কি যেনো খুঁজতেছে।চোরের কাধে একটি বড়সর পোটলা।
তানভীরের বুঝতে বাকি নেই, চোর ঘরের জিনিসপত্র ঝোলাবদ্ধ করছে।
এদিকে চোর বেচারা দেখলো তানভীরের চোখ খোলা। তাই ভড়কে গেলো।
তানভীর হঠাৎ বুদ্ধিকরে বললো, চাচ্চু ভয় পেয়ো না।তোমায় কিছু বলবো না।বা চিৎকারও করবো না।তুমি নির্ভয় তোমার কাজ করো।
কারণ আমি দেখছি তুমি খুব রোগা।খাওনি কতোদিন? আহ্ তোমার বুঝি খুব ক্ষুধা পেয়েছে?জানো চাচ্চু!! তোমারে দেখতে ঠিক আমার চাচাজানের মতো।চেহারা দেখতে ঠিক তেমনি।চোর চাচ্চু তোমার নামটা কি গো? এসো কাছে এসো। বসো আমার পাশে।তুমি কোনো টেনশান করো না।আমার বেশ কিছু টাকা আছে তা তোমারে দিয়ে দেবো।তুমি অনেক কিছু কিনে খেতে পারবে।

তানভীরের এমন আচারণে চোরের ভয় কিছুটা কমে গেছে।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

এসো চাচ্চু , কাছে এসো।বসো,তানভীর একনাগারে এমন নানান কথায় চোরটির মন গলাতে চেষ্টা করলো। সফল যে হয়নি তা কিন্তু নয়।।চোরটি তানভীরের খাটে এসে কিছুটা দুরত্ব বজায় রেখে বসলো।

এবার তানভীর শোয়া থেকে উঠে বসলো।

–আচ্ছা চাচ্চু তুমি চুরি করো কেনো? কাজ করতে পারো না? জানি কাজ করতে কষ্ট হয়। তবুও কাজে শরীর সুস্থ থাকে।কাজ করে টাকা উপার্জন করার মাঝে আনন্দও আছে।আছে সন্মান।আর চুরি করা বেশ খারাপ। তানভীর আরো বললো–
বুঝেছি, তুমি কাজ করতে অক্ষম তাই না? চাচ্চু?

–হ্যাঁ বাবা। কাজ করতে পারি না।শরীরে বল পাই না।ওদিকে বাড়িতে ছেলে মেয়ে আছে। তাদের মুখে দুমুঠো ভাততো দিতে হবে। অনুপায় হয়ে চুরি করছি।

তানভীর বললো- চাচ্চু, প্রায় প্রতিরাতে একটি স্বপ্ন দেখি।একই রকম। তুমি স্বপ্নটার মানে বলতে পারো??
চোর বললো – বলো কি স্বপ্ন দেখো প্রতিরাতে।
–দেখি আমি একটি কাঁঠালগাছে উঠছি।কাঁঠাল পাকছে।পাকা কাঁঠাল বোঁটাছিঁড়ে হাতে নিয়ে আর নামতে পারছি না।তখোন বাবা, বাবা বলে চেঁচাতে থাকি।ঠিক এভাবে– তানভীর জোরে জোরে বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো।

তানভীরের চিৎকার শুনে ওঘর থেকে ওর বাবা জেগে তানভীরের রুমে এসে হাজির। এসেই দেখে একি! কান্ড!!
এ কে বাবা তানভীর??
তানভীর বললো ধরো বেটাকে ও চোর।

Previous articleপরী
Next articleস্কুলের তুমি
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here