back to top
Google search engine
Homeসাহিত্যকবিতারূপকথার মাঠ

রূপকথার মাঠ

কে যেন দাঁড়িয়ে মাঠের ওই শেষে, লেজ ঝোলা বট গাছ ডাকে তার পাশে।

হাঁক নেই,ডাক নেই নিঝুম এই মাঠ,
ঝোপঝাড়ে চেয়ে গেছে,ঝিঁ ঝিঁ’র হাট।
লাল কালো পিঁপড়া আর মশার উৎপাত,
বুনো ফুল পাতাকে কাটা দেয় উৎখাত।
মেঘে ঢাকা আকাশটা নেমে আসে নিচে,
ঝোপঝাড় নিশ্চুপ,কারা ডাকে পিছে।
স্রোত বাড়ে নদীতে জল বাড়ে ঝড়ে,
হাওয়াতে দোল খায় ছোট পাখি লড়ে।
কে যেন দাঁড়িয়ে মাঠের ওই শেষে,
লেজ ঝোলা বট গাছ ডাকে তার পাশে।
রূপকথার মাঠ যেন ঘোর লাগা রেশে,
নিরবতা ভেঙে যায় আমি উঠি হেসে।

এই ধরণের আরো লেখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

প্রতিধ্বনির বর্তমান মূল্যprotiddhonii.com estimated website worthprotiddhonii.com domain valuewebsite worth calculator

সাম্প্রতিক লেখা

Recent Comments